You dont have javascript enabled! Please enable it! 1971.03.25 | ওয়ালি-মুজিব সাক্ষাৎকার | কালান্তর - সংগ্রামের নোটবুক

ওয়ালি-মুজিব সাক্ষাৎকার

নয়াদিল্লী ২৪ মার্চ (ইউ এন আই) ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা খান আবদুল ওয়ালি খান আজ সকালে ঢাকায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবরের সঙ্গে এক আলােচনা বৈঠকে মিলিত হন। ১৫ মিনিটব্যাপী তাদের আলােচনা চলে। বেলুচিস্তানের অন্যতম ন্যাপ নেতা গাউস বক্স বাজেনজো ও এই আলােচনায় উপস্থিত ছিলেন।
নেতাদের উপদেষ্টাদের বৈঠক গতকাল ঢাকায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের তিনজন উপদেষ্টা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সহকারীদের সঙ্গে আলােচনা করেন।
আওয়ামী লীগের উপদেষ্টগণের মধ্যে ছিলেন ঃ সৈয়দ নজরুল ইসলাম, মহম্মদ তাজউদ্দিন আহম্মদ এবং ডাঃ কামাল হােসেন।
প্রেসিডেন্টের সহকারীদের মধ্যে ছিলেন ঃ লে. জে. পীরজাদা, শ্রী এম এম আমেদ এবং লে কঃ জামান।
বৈঠকের পর আওয়ামী লীগের মহঃ তাজউদ্দিন আহম্মদ সাংবাদিকদের নিকট বলেন যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং শেখ মুজিবর যে সমস্ত প্রশ্নগুলির উপর মতৈক্যে পৌছেছেন সে সম্পর্কের উপদেষ্টাদের মধ্যে আলােচনা চলে। আজ সন্ধ্যায় পুনরায় উপরােক্ত উপদেষ্টাদের আলােচনা বৈঠক শুরু হবে।

সূত্র: কালান্তর, ২৫.৩.১৯৭১