You dont have javascript enabled! Please enable it!

প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বেতার ভাষণ বন্ধ
লিখিত বার্তা প্রচার

নয়াদিল্লী, ২৩ মার্চ (ইউ এন আই) – আজ প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের ঢাকায় অবস্থানের নবম দিবস। একদিকে অপেক্ষাকৃত নিভৃতেই আজ তার দিন অতিক্রান্ত হয়। অন্যদিকে আজ পূর্ব-পাকিস্তানের প্রতিরােধ দিবস” পালনের মাধ্যমে বাঙলা দেশের স্বায়ত্ব শাসন ও সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার সঙ্কল্প ঘােষিত হয়।
আজ জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বেতার ভাষণ দেবার কথা ছিল, কিন্তু কোন কারণ বা ব্যাখ্যা না দিয়েই এ বেতার ভাষণ স্তব্ধ হয়ে গেছে।
বেতার ভাষণের পরিবর্তে জেনারেল ইয়াহিয়া খান এক লিখিত বার্তা জনগণের উদ্দেশ্যে প্রচার করেন।
এই লিখিত বার্তায় বলা হয় ঃ দেশের সামনে আজ যে সাংবিধানিক সংকট উপস্থিত তা অবসানের জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই যুক্ত ভাবে সচেষ্ট হবেন।
পাকিস্তানের ভবিষ্যৎ আজ বিপন্ন তাই তিনি জনপ্রতিনিধিদের ধৈর্যের সঙ্গে অগ্রসর হওয়ার আহ্বান জানান। পাকিস্তান দিবস উপলক্ষ্যে রাওয়ালপিন্ডির মত ঢাকাতেও তােপধ্বনি করা হয়।
ঢাকায় প্রেসিডেন্টের উপস্থিতির স্বীকৃতিদানের জন্য ৩১ বার তােপধ্বনি হয় কিন্তু লক্ষ লক্ষ জনতার চোখ একটি মানুষের দিকে তিনি শেখ মুজিবর রহমান। শেখ মুজিব এই দিনটি ছুটির দিন হিসাবে ঘােষণা করেন। শহরের বিভিন্ন এলাকা থেকে এক বিপুল জনস্রোত শেখ মুজিবরের বাসভবনের দিকে ধাবমান।

সূত্র: কালান্তর, ২৪.৩.১৯৭১