You dont have javascript enabled! Please enable it!

তথাকথিত কিসিঙ্গার : মুজিবর বৈঠক
বাঙলাদেশের ভবিষ্যতের উপর চূড়ান্ত রায় নয়
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২০ জুলাই -“এমন কোন সমঝােতা, কোন আপস, কোন মীমাংসা যা আমাদের সরকার (যে স্বাধীনতা ঘােষণা করেছে) এবং মুক্তির জন্য সগ্রামরত মুক্তিবাহিনীর আকাঙ্খকে রূপদানে অক্ষম তা বাঙলাদেশের জনগণের পক্ষে গ্রহণযােগ্য হবে না।
শেখ মুজিবের সঙ্গে কিসিঙ্গারের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে যে সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তার পটভূমিতে মুজিবনগর থেকে দ্য পীল-এর ১৫ জুলাইয়ের সর্বশেষ সংখ্যা উপরােক্ত বক্তব্য তুলে ধরেছে।
‘দ্য পীল’ ঐ প্রকার বৈঠক অনুষ্ঠান এবং তথাকথিত মুজিব -কিসিঙ্গার চুক্তি প্রসঙ্গে “কিসিঙ্গার বিভ্রান্তি বৃদ্ধি করেছে” শীর্ষক একটি লেখায় জানিয়েছে- “এ কথাটা বুঝতে হবে যে তার (শেখ মুজিবের) স্বার্থ ও মনের বর্তমান অবস্থায় যখন তিনি সর্বদা মৃত্যুর আশঙ্কার মধ্যে বেঁচে আছেন, যখন বিশ্ব থেকে তাঁর যােগসূত্র সম্পূর্ণ ছিন্ন হয়ে গেছে, যখন তিনি তাঁর দেশ ও জনগণ কি পর্যায়ে রয়েছে তা জানতে পারছেন না, যখন তিনি মুক্তিবাহিনীর প্রতিরােধ বা কার্যক্রমের শক্তি সম্পর্কে পর্যন্ত অবহিত নন, যখন তিনি ইয়াহিয়ার লােকজন দ্বারা শারীরিকভাবে নির্যাতিত বা মানসিকভাবে নিপীড়িত, যখন তিনি সম্পূর্ণভাবে এমন এক সরকারের হাতে বন্দী যে সরকার তাঁকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার জন্য সর্বপ্রকার চাপ সৃষ্টি করতে প্রস্তুত, এই ধরনের বৈঠক (তথাকথিত কিসিঙ্গার মুজিব বৈঠক) স্বভাতঃই আমাদের ভবিষ্যতের উপর চূড়ান্ত রায় হতে পারে না।”

সূত্র: কালান্তর, ২১.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!