শেখ মুজিবরের বিচারের প্রহসন বন্ধ করুন
বিশ্বের শান্তিপ্রিয় জনগণের কাছে বাঙলাদেশ শান্তি কমিটির আবেদন
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৪ জুলাই-পাকিস্তানের সামরিকচক্র গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারান্তরীণ রাষ্ট্রপ্রধান শেখ মুজিবর রহমানেক সামরিক আদালতে বিচার করবে এই মর্মে বিদেশী সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদ প্রসঙ্গে বাংলাদেশ শান্তি সংসদের সাধারণ সম্পাদক জনাব আলী আকসাদ বিশ্বের শান্তিপ্রিয় জনগণের কাছে আবেদন জানিয়েছেন, তাঁরা যেন মিলিত কণ্ঠে শেখ মুজিবকে বিচার করার নামে তাকে হত্যা করার জন্য বাঙলাদেশের কসাইদের ঘৃণ্য দুরভিসন্ধিপ্রসূত প্রচেষ্টায় বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করেন এবং বঙ্গবন্ধুর অবিলম্বে মুক্তির দাবি জানান।
গতকাল প্রচারিত এক বিবৃতিতে জনাব আকসাদ বলেছেন, “যে সকল বন্ধু রাষ্ট্রগুলি বাঙলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি যথার্থ নৈতিক সমর্থন জ্ঞাপন করেছেন, তাদের এখন অপরিহার্য দায়িত্ব শেষ মুজিবর রহমানের গণ-প্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার ফলে বাঙলাদেশ রাষ্ট্রের স্বীকৃত প্রধান হিসেবেই শেখ সাহেবকে গণ্য করতে হবে, আন্তর্জাতিক আইনানুযায়ী পাকিস্তানী শাসকগােষ্ঠী তাদের নিজস্ব আইনের ভিত্তিতে তাতে বিচার করতে পারবে না এবং তাকে হত্যা করার কোন প্রয়াস ব্যর্থ হবে।”
তিনি দৃঢ়ভাবে অভিযােগ করেন, পাকিস্তানী সামরিকচক্র শেখ মুজিবের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং তাকে হত্যা করার এক ঘৃণা ষড়যন্ত্রে লিপ্ত। ঐ তথাকথিত বিচার অনুষ্ঠিত হলে তার পরিণতি হবে মারাত্মক। তিনি আরও অভিযােগ করেন, চীন-মার্কিন অস্ত্র সরবরাহ ও রাজনৈতিক সমর্থন পাক শাসকদের বেপরােয়া মরণ যজ্ঞে মেতে ওঠার ইন্ধন জুগিয়েছে।
সূত্র: কালান্তর, ২৫.৭.১৯৭১