You dont have javascript enabled! Please enable it! 1971.03.24 | ৯ দিন আলাচনার পরও মুজিবর - ইয়াহিয়া মীমাংসায় পৌছােতে পারেনি কোন চুক্তি বা সমঝােতা হয়নি -শেখ মুজিবর রহমান | কালান্তর - সংগ্রামের নোটবুক

   ৯ দিন আলাচনার পরও মুজিবর – ইয়াহিয়া মীমাংসায় পৌছােতে পারেনি কোন চুক্তি বা সমঝােতা হয়নি   – শেখ মুজিবর রহমান

নয়াদিল্লী, ২৩ মার্চ (ইউ এন আই) – পাকিস্তানের সাংবিধানিক প্রশ্নের উপর আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান এবং জেনারেল ইয়াহিয়া একটি মীমাংসায় পৌঁছেছেন বলে যে সংবাদ প্রচারিত হয়েছে শেখ মুজিব তা অস্বীকার করেন।
সাংবিধানিক প্রশ্ন বা অন্তবর্তী অসামরিক সরকার গঠন সম্পর্কে চুক্তি সম্পাদনের কথাও শেখ মুজিবর সরাসরি বাতিল করে দেন।
অপরপক্ষে শ্রী ভুট্টো সাংবাদিকদের নিকট বলেন যে শেখ মুজিবর ও জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবর রহমানের কতিপয় দাবির উপর সাধারণভাবে একটি মীমাংসায় পৌঁছেছেন।
শ্রী ভুট্টো আরও জানান যে জেনারেল ইয়াহিয়া খান ও শেখ মুজিবরের একটি মুক্ত আপসমূলক ফরমূলার উপর তিনি এবং তার সহকারীরা পরীক্ষা করে দেখছেন।
গতকাল পিপলস পার্টির চেয়ারম্যান শ্রী জেড এ ভুট্টো জেনারেল ইয়াহিয়া খান ও শেখ মুজিবরের সঙ্গে এক আলােচনা বৈঠকে মিলিত হন।

সূত্র: কালান্তর, ২৪.৩.১৯৭১