You dont have javascript enabled! Please enable it! 1971.09.23 | মুজিবের বিচার প্রহসন শেষ হয়েছে! | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুজিবের বিচার প্রহসন শেষ হয়েছে!

ঢাকা, ২২ সেপ্টেম্বর এ পি- বিশেষ সামরিক আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে বিচার চলছিল তা শেষ হয়েছে।
আদালত রায় দান স্থগিত রেখেছে। আজ এখানে পাওয়া এক বেসরকারী সূত্রে এই খবর পাওয়া গেছে। খবরে আরও বলা হয়েছে, কয়েকজন সাক্ষী মুজিবের বিরুদ্ধে তাদের সাক্ষ্য দেওয়ার পর ঢাকায় ফিরে এসেছে।

সূত্র: কালান্তর, ২৩.৯.১৯৭১