You dont have javascript enabled! Please enable it! 1971.08.07 | মুজিবর রহমানের অবিলম্বে মুক্তি দাবি | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুজিবর রহমানের অবিলম্বে মুক্তি দাবি
পূর্ব-পাকিস্তান (বাঙলাদেশ) কমিউনিস্ট পার্টির বিবৃতি

পূর্ব পাকিস্তান (বাঙলাদেশ) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আশু মুক্তি দাবি করে তার বিচার প্রহসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, অতুলনীয় গণহত্যা ও বর্বরতা চালিয়েও বাঙলাদেশের মুক্তিসংগ্রামকে দমাতে না পেরে ইয়াহিয়া খান এখন বাঙলাদেশের জনগণের বিরুদ্ধে প্রতিশােধ গ্রহণের জন্য তাদের প্রিয় নেতা শেখ মুজিবর রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও দ্ব্যর্থহীন ভাষায় শেখ মুজিবর রহমানের আশু মুক্তি দাবি করছি।
আমরা বাঙলাদেশের জনগণও বিশ্বের প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন তাঁদের সম্মিলিত দৃঢ় দাবি দ্বারা শেখ মুজিবর রহমানকে মুক্তি দিতে ইয়াহিয়া খানকে বাধ্য করেন।

সূত্র: কালান্তর, ৭.৮.১৯৭১