You dont have javascript enabled! Please enable it! 1971.08.22 | শেখ মুজিবরকে হত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে কমিউনিস্ট পার্টির হুঁশিয়ারি | কালান্তর - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবরকে হত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে কমিউনিস্ট পার্টির হুঁশিয়ারি

নয়াদিল্লী, ২১, আগস্ট- ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের সদ্য সমাপ্ত অধিবেশনে শেখ মুজিবর রহমানের মুক্তির দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল জাতীয় পরিষদের সপ্তাহব্যাপী অধিবেশন নয়াদিল্লীতে শেষ হয়েছে।
প্রস্তাবের পূর্ণ বয়ান – নবীন বাঙলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুজিবর রহমানের জীবন সম্পর্কে ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। গােপন সামরিক আদালতে তার বিচার প্রহসন করে ইয়াহিয়া খান মুজিবরকে হত্যার চক্রান্ত আড়াল করতে চান। এইভাবে মানবতার বিরুদ্ধে আর একটি হীন অপরাধ সংঘটিত করছেন।
দেখে শুনে মনে হয়, পশ্চিম-পাকিস্তানের সামরিক একনায়ক চক্রের ধারণা শেখ মুজিবর রহমানকে হত্যা করে বুঝি বাঙলাদেশের জনগণকে দমাতে পারবেন। অথচ বাঙলাদেশে জঙ্গীবাহিনী প্রচণ্ডভাবে প্রত্যাঘাত খাচ্ছে এবং তাদের বাঙলাদেশকে দাস বানিয়ে রাখার অসৎ অভিপ্রায় জনগণ ও মুক্তিফৌজের মুক্তিসংগ্রামে বানচাল হচ্ছে।
ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিম-পাকিস্তানের ক্ষমতাসীন সামরিক জুন্টাকে এই মর্মে হুঁশিয়ার করে দিচ্ছে,. এই মহান দেশপ্রেমিক হত্যার গুরুতর প্রতিক্রিয়া ইয়াহিয়াচক্রকে বইতে হবে। এই বিচার প্রহসন কোনাে দেশের একটি লােককেও প্রবঞ্চিত করতে পারবে না। এটা এখন পৃথিবীর সামনে খুব স্পষ্ট হয়ে গিয়েছে যে, হত্যাকাণ্ড চালিয়েও ইয়াহিয়া খান বা দেশের জনগণকে দমাতে পারেনি। তাই তিনি মুক্তিযােদ্ধাদেরকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশােধস্পৃহা চরিতার্থ করতে চাইছেন। গণহত্যা, অগ্নিসংযােগ, নারীধর্ষণ এবং অন্যান্য ঔদ্ধ্যতাপূর্ণ অপরাধের জন্য মুজিবরকে ইয়াহিয়াকে বিশ্বের দরবারে দাঁড়াতে হবে।
ভারতের কমিউনিস্ট পাটি মুক্তির দাবি সােচ্চার করছে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছে, এই কথিত বিচার বন্ধ করা হােক অবিলম্বে শেখ মুজিবর রহমান মুক্তি দেওয়া হােক।
শেখ মুজিবর রহমানের মুক্তির দাবিতে পশ্চিম পাকিস্তান ক্ষমতাসীন সামরিক জুন্টার প্রচণ্ড চাপ সৃষ্টির জন্য ভারত কমিউনিস্ট পার্টি বিশ্বের কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য…

সূত্র: কালান্তর, ২২.৮.১৯৭১