মুজিব এখন রাওয়ালপিণ্ডির সামরিক হাসপাতালে
রাওয়ালপিন্ডি, ১৮ এপ্রিল (এ পি) আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানকে এখানকার সামরিক হাসপাতালে চিকিৎসার পর অপর এক জেলে স্থানান্তরিত করা হয়েছে বলে আজ এক মেডিক্যাল সূত্র থেকে জানান হয়। অন্যান্য সরকারী সূত্রে বলা হয়েছে যে, শেখ মুজিবর অনশন ধর্মঘট করেছিলেন।
হাসপাতালের খবরে বলা হয়েছে। শেখ মুজিবরের হার্টের গােলযােগের জন্য তাঁকে হাসপাতালে আনা হয়। কিন্তু এর আগে তার হার্টের গােলমাল ছিল বলে জানা যায় না।
ঐ একই সূত্রের খবরে প্রকাশ, কয়েকদিনের চিকিৎসার পর শেখ মুজিবরকে মিয়ানওয়ালীর জেলে পাঠানাে হয়। জায়গাটিতে খুব কম লােকের বাস এবং রাওয়ালপিণ্ডির ১৬০ কিলােমিটার দক্ষিণ-পশ্চিমে পশ্চিম পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে অবস্থিত।
খবরে বলা হয়েছে, এ্যাটক দুর্গ থেকে গত ৮ এপ্রিল শেখ মুজিবরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বেসরকারী এক খবরে বলা হয়েছে পাক সামরিক চক্র ভারতের সঙ্গে মুজিবের তথাকথিত সংস্রবের বিষয় নিয়ে তদন্ত করছে।
সূত্র: কালান্তর, ২১.৪.১৯৭১