জনমত (মতামতের জন্য সম্পাদক দায়ি নন)
বাঙলা ভাষা ও শেখ মুজিবর
সবিনয় নিবেদন,
শেখ মুজিবর রহমানের নেতৃত্বে হিংস্র জঙ্গীশাহীর বিরুদ্ধে পূর্ব বাঙলা বা বাংলাদেশ’ এর মানুষের মহান সগ্রামের পটভূমিতে অতীতের একটি ঘটনা মনে পড়ছে। আজ থেকে তেইশ বছর আগে মুজিবর পশ্চিম পাকিস্তানী প্রতিক্রিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ১৯৪৮-এর ২১ মার্চ ঢাকায় এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে পাকিস্তানের তদানীন্তন রাষ্ট্রনায়ক জিন্না মুজিবরের নেতৃত্বাধীন বাঙালী যুবকদের তীব্র বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। পাকিস্তান সরকারের রাষ্ট্রভাষা সংক্রান্ত নীতির বিরুদ্ধে পূর্ববাঙলার এ হল প্রথম প্রতিবাদ। এই বিক্ষোভ যে বিরাট আন্দোলনে রূপ পায়, তারই ফলে ১৯৫৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। আন্দোলনের মূল দাবি ছিল বাঙলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যদা দান করা। পশ্চিম পাকিস্তানী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পূর্ববাংলার মানুষের এই প্রথম বিজয়ের অন্যতম প্রাণপুরুষ ছিলেন শেখ মজিবর।
বিনীত
অঞ্জন রুদ্র,
পার্কসার্কাস।
সূত্র: কালান্তর, ৩০.৩.১৯৭১