You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের প্রতি সংহতি জ্ঞাপনে কুলটিতে বিরাট মশাল মিছিল
(সংবাদদাতা)

কুলটি, ১০ অক্টোবর -কুলটি আঞ্চলিক বাঙলাদেশ প্রদর্শনী কমিটির উদোগে কুলটি হাইস্কুলে বাঙলাদেশের উপর প্রদর্শনীর আজ ছিল চতুর্থ তথা শেষ দিন। আজকের দিনটি ছাত্র যুব দিবস হিসাবে পালিত হয়। বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের প্রতি সংহতি জানিয়ে ছাত্র যুবদের এক বিরাট মশাল মিছিল কুলটি শহর পরিক্রমণ করে।
ছাত্র যুব দিবস উপলক্ষ্যে আয়ােজিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঙলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আবদুর রহিম এবং পশ্চিমবঙ্গ যুব সংঘের নেতা সুব্রত বাগচি। কমিটির সাধারণ সম্পাদক অনুপ মুখােপাধ্যায় এবং অচিন্ত্য বিশ্বাস বাঙলাদেশ মুক্তি-সংগ্রামের পরিপ্রেক্ষিতে কুলটির ছাত্র-যুবদের কর্তব্য সম্পর্কে আলােচনা করেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় যুবনেতা প্রলয়নাচন মণ্ডল।
বাঙলাদেশের ছাত্রনেতার হাতে কমিটির পক্ষ থেকে ৩০১ টাকা প্রতীক সাহায্য দেওয়া হয়।
গতকাল বুদ্ধিজীবী দিবসে বাঙলাদেশ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতির পক্ষ থেকে চারজন শিল্পী গান করেন। এদের হাতেও উক্ত কমিটির তরফ থেকে ১৫১ টাকা দেওয়া হয়। উক্ত দিনে আলােচনা চক্রে বিশিষ্ট বুদ্ধিজীবীরা অংশ নেন।

সূত্র: কালান্তর, ১২.১০.১৯৭১

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!