You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | দিল্লী পাক দূতাবাসের আরও ৪ জনের বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ | কালান্তর - সংগ্রামের নোটবুক

দিল্লী পাক দূতাবাসের আরও ৪ জনের বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ

নয়াদিল্লী, ৩০ সেপ্টেম্বর (ইউ এন আই) – দিল্লীর পাক দূতাবাসের চারজন কর্মচারী গত ২৮ সেপ্টেম্বর নাটকীয়ভাবে পাক বন্দীদশা থেকে মুক্তিলাভ করেছেন। এবং বাঙলাদেশ সরকারের প্রতি তাদের আনুগত্য জানিয়েছেন।
বিবরণে প্রকাশ, ঐ চারজন কর্মচারীকে একটি বাসে কয়েদ করে দিল্লী থেকে ইসলামাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি দিল্লী- হরিয়াণা সীমান্তের চেকপােস্টের কাছাকাছি এলে তারা চীৎকার শুরু করেন এবং গাড়ি থেকে কোনমতে নেমে আসেন। চীৎকারে আকৃষ্ট হয়ে নিমেষে প্রচুর লােকজন জড় হয়ে যায়। পরে ঐ কর্মচারীদের তারা সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসে পৌঁছে দেন।
ঐ চারজন কর্মচারী সাংবাদিকদের কাছে জানান পাক-দূতাবাসের অফিসারদের নির্দেশে ও পরিচালনায় তাদের উপর দৈহিক নির্যাতন চালানাে হয়।

সূত্র: কালান্তর, ১.১০.১৯৭১