০৫ নভেম্বর, ১৯৭১ঃ প্রেসিডেন্ট নিক্সন গ্রহনযোগ্য মীমাংসার অপেক্ষায় রয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের প্রেস সেক্রেটারি রন জিগলার ওয়াশিংটনে বলেন, পূর্ব পাকিস্থানের সঙ্কট প্রশ্নে প্রেসিডেন্ট নিক্সন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গ্রহন যোগ্য মীমাংসার অপেক্ষায় রয়েছেন। উভয়পক্ষ চাইলে তিনি এ লক্ষ্যে একটি সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ভারত- পাকিস্তান যুদ্ধ চায় না। চায় শান্তিপূর্ণ মীমাংসার।
নোটঃ এই মীমাংসার কথাই কিসিঞ্জার প্রায় বলে থাকেন। বস্তুত এর আর প্রয়োজন হয় নাই।