গণ-প্রজাতন্ত্রী বাঙলাদেশের মন্ত্রিপরিষদ ভারত-সােভিয়েত যুক্ত বিবৃতিকে স্বাগত জানালেন
(স্টাফ রিপাের্টার)
মুজিবনগর, ৩ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলামের পৌরহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর ভারত সােভিয়েত যুক্ত বিবৃতিকে স্বাগত জানিয়ে এক বিবৃতি প্রচার করেছেন।
বিবৃতিটি নিম্নরূপ :
“ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং সােভিয়েত নেতৃবৃন্দের যুক্ত বিবৃতি ক্রেমলিনে বাঙলাদেশ প্রসঙ্গে গভীর উপলব্ধির প্রতিফলন। সমস্যাটির রাজনৈতিক সমাধানের প্রস্তাব করেও যুক্ত বিবৃতি পূর্ববঙ্গের জনগণের আকাঙ্খ, অনপনের অধিকার এবং আইনসঙ্গত স্বার্থের প্রতি নজর রেখে জরুরী ব্যবস্থাবলী অবলম্বনে আহ্বান জানিয়েছে। উপরােক্ত তিনটি মূল নীতি বাঙলাদেশের সার্বিক স্বাধীনতা যার জন্য প্রতি মুহূর্তে বাঙলাদেশের সাড়ে সাত কোটি জনগণ রক্তক্ষয় করেছেন-সমর্থনের পথেই নিয়ে যেতে পারে। “যুক্ত বিবৃতিতে সম্মান ও মর্যাদার সঙ্গে শরণার্থীদের গৃহ…।
সূত্র: কালান্তর, ৪.১০.১৯৭১