You dont have javascript enabled! Please enable it! 1971.10.07 | বাঙলাদেশ সমস্যা সমাধানের জন্য বিশ্বের কাছে গার্ডিয়ান পত্রিকার আহ্বান | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সমস্যা সমাধানের জন্য বিশ্বের কাছে গার্ডিয়ান পত্রিকার আহ্বান

লন্ডন, ৬ অক্টোবর (ইউ এন আই) – এখানকার দৈনিক পত্রিকা গার্ডিয়ান’ আজ এক সম্পাদকীয় নিবন্ধে বিশ্বের সমস্ত সরকারগুলাের কাছে বাঙলাদেশ-সমস্যা সমাধানকল্পে পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির আবেদন জানিয়েছেন।
উক্ত নিবন্ধে বলা হয়েছে যে, চলতি সপ্তাহে সিনেটের কেনেডি বাংলাদেশের দুভাগ্যজনক পরিস্থিতি তাঁর সরকারের দৃষ্টিগােচর করা সত্বেও মার্কিন সরকার এখন ইয়াহিয়ার সৈন্যদের সমবােপকরণ এবং ডলার সরবরাহ করে যাচ্ছে। এবং রাষ্ট্রসঙ্ এখন পর্যন্ত বাঙলাদেশ সমস্যাকে আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যা বলে সরকারীভাবে কোনাে ঘােষণা করে নি।
গার্ডিয়ান বলেছে, পাকিস্তানকে একমাত্র কূটনৈতিক আক্রমণ দ্বারা ফেরানাে সম্ভব। সমস্ত সরকারের এই বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়া উচিৎ।

সূত্র: কালান্তর, ৭.১০.১৯৭১