টিক্কা খাঁকে জীবিত প্রমাণের চেষ্টা
নয়াদিল্লী, ১ এপ্রিল (ইউ এন আই) – পাকিস্তান রেডিও থেকে ক্রমাগত প্রচার করে যাচ্ছে যে পূর্ব-পাকিস্তানের সামরিক শাসক এখনাে বহাল তবিয়তেই জীবিত রয়েছে এবং তাকে আরও প্রমাণ করার জন্য আজ ঘােষণা করেছে যে ঢাকাস্থিত সােভিয়েত ইউনিয়নের ও যুগােশ্লাভিয়ার কনসাল জেনারেলদ্বয় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সূত্র: কালান্তর, ২.৪.১৯৭১