You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | বাঙলাদেশ মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে- পাটনার জনসভায় হুসেন আলীর ভাষণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে
পাটনার জনসভায় হুসেন আলীর ভাষণ

পাটনা, ১৭ অক্টোবর (ইউ এন আই) – “পাকিস্তান সামরিক জুন্টার হাত থেকে বাঙলাদেশেকে সম্পূর্ণ মুক্ত করা পর্যন্ত সাড়ে সাত কোটি বাঙালী সংগ্রাম করে যাবে।”
এখানে সাম্প্রদায়িকতা বিরােধী কনভেনশন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় পশ্চিম বাঙলার বাঙলাদেশ মিশনের প্রধান শ্রীহুসেন আলি উপরােক্ত মর্মে এক ভাষণ দেন। তিনি বলেন-“আমাদের দেশ মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাক সেনাদের খতম করবাে সগ্রাম চালিয়ে যাব।”
তিনি আরও ঘােষণা করেন ঃ আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এবং এই লক্ষ্য নিয়েই আমরা সগ্রাম পরিচালনা করে চলেছি।

সূত্র: কালান্তর, ১৮.১০.১৯৭১