মুজিবরের গ্রেপ্তার নিয়ে পাক সরকারের অপপ্রচার
আগরতলা, ১ এপ্রিল (ইউ-এন আই) – আজ এখানে ঢাকার এক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জানিয়েছেন যে, বঙ্গবন্ধু সেখ মুজিবর রহমান ২৫শে মার্চ সকাল বেলায় সৈন্যবাহিনীর আক্রমণ শুরু হতে পারে এই আশঙ্কায় ঢাকা সহরে ধানমণ্ডিতে অবস্থিত তার বাসভবন থেকে চলে গেছেন। সেই দিনই মধ্যরাত্রি থেকে সৈন্যবাহিনীর আক্রমণ শুরু হয়েছে।
রেডিও পাকিস্তান থেকে অবশ্য ঘােষণা করা হয় যে সৈন্যবাহিনীর আক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্ত বাংলা রেডিও থেকে তিনি নিরাপদ ও মুক্ত বলে ঘােষণা করা হয়।
মধ্যরাত্রে সৈন্যবাহিনী আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গেই ট্যাঙ্ক ও মর্টার সহ বঙ্গবন্ধুর গৃহ ও আক্রান্ত হয়।
তার বড় ছেলে শেখ কামালকে তারা হত্যা করে। তাঁর কন্যা হাসিনা আইরাকের কোন খোজই পাওয়া যায় নি।
পরিবারের অন্যান্য লােকেরা কোন রকমে রেহাই পেয়েছিল।
লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় আজ বলা হয়েছে যে শেখ মুজিবর রহমানকে গ্রেপ্তারের পর লাহােরে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তান সরকার অবশ্য গ্রেপ্তারের পর তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু বলেন নি।
নয়াদিল্লীর সরকারী মহল ডেইলি টেলিগ্রাফের রিপাের্টকে স্বীকার করেন না। তাঁদের মতে চট্টগ্রাম অঞ্চলে পাক বাহিনী তাকে খুঁজে বেড়াচ্ছে।
সূত্র: কালান্তর, ২.৪.১৯৭১