জনসাধারণ যে কোন মূল্যে বাঙলাদেশের স্বাধীনতা রক্ষা করবে -তাজউদ্দিন
নয়াদিল্লী, ৩ জুন (ইউ এন আই) – বাঙলাদেশের প্রধানমন্ত্রী শ্রী তাজউদ্দিন আমেদ গতকাল মুজিবনগরে ঘােষণা করেন ঃ
বাঙলাদেশ স্বাধীন ও সার্বভৌম। জনসাধারণরা যে কোন মূল্যে বাঙলাদেশের পৃথক ও স্বাধীন সত্ত্বা রক্ষা করবে।
শ্রী তাজউদ্দিন সুস্পষ্টভাবে বলেন পশ্চিম পাকিস্তানের সঙ্গে আপসের আর কোন রাস্তা নেই।
আকাশ বাণীর প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শ্রী তাজউদ্দিন দৃঢ়তার সঙ্গে বলেন যে ঢাকায় কোন ভাবেদার সরকার গঠনের অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। দেশের স্বাধীনতা রক্ষার জন্য সগ্রামরত বাঙলার মানুষ গণহত্যাকারী ও পঞ্চম বাহিনীদের যােগসাজস বরদাস্ত করবে না।
এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান যে, বাঙলাদেশের ব্যাপক গ্রামাঞ্চলেও তাদের যােগসাজস রয়েছে।
তিনি আরও বলেনঃ আমাদের আয়ত্তাধীন এলাকায় প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়েছে এবং শত্রুকে উৎখাত করার জন্য একটি কেন্দ্রীয় কম্যান্ড কর্মরত রয়েছে।
সূত্র: কালান্তর, ৪.৬.১৯৭১