You dont have javascript enabled! Please enable it! 1971.06.03 | বাঙলাদেশে সর্দলীয় কমিটি গড়ে তােলার জন্য মৌলানা ভাসানীর আহ্বান | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে সর্দলীয় কমিটি গড়ে তােলার জন্য মৌলানা ভাসানীর আহ্বান

মুজিবনগর, ২ জুন (ইউ এন আই) পাকিস্তানী জঙ্গীশাসকচক্রের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার জন্য বাঙলাদেশ সর্বদলীয় কমিটি গড়ে তােলার জন্য মৌলানা ভাসানী এক আহ্বান জানান। বিশেষ করে ট্যাক্স বন্ধ আন্দোলন পরিচালনার জন্য সর্বদলীয় কমিটির কার্যকারিতা সম্পর্কেও তিনি উল্লেখ করেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উপরােক্ত সংবাদ প্রচারিত হয়েছে। বাঙলাদেশের সমস্যা সম্পর্কে রাজনৈতিক মীমাংসার কথা মৌলানা ভাসানী বাতিল করে দেন।
বেতার থেকে মৌলানা ভাসানীর বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শেষ পর্যন্ত চলতে থাকবে।
বেসামরিক শাসকদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ইয়াহিয়া খান যে ইচ্ছা প্রকাশ করেছে তার উপর মন্তব্য প্রসঙ্গে মৌলানা ভাসানী বলেন ঃ হয় আমরা জয়ী হব নতুবা মৃত্যুবরণ করব। তিনি আরও বলেন যে, গণহত্যাকারী পাকিস্তানী শােষকদের উপর জনগণের কোন আস্থা নেই।
বাঙলাদেশে গণভােট সম্পর্কে মৌলানা অভিমত দেন যে, তিনি রাষ্ট্র সংঘের তত্ত্বাবধানে গণভােট গ্রহণে সম্মত আছেন। এবং তিনি নিশ্চিতভাবে বলেন যে, গণভােট গৃহীত হলে জনসংখ্যার শতকরা একজনও বাঙলার স্বাধীনতার বিপক্ষে ভােট দেবেন না।

সূত্র: কালান্তর, ৩.৬.১৯৭১