You dont have javascript enabled! Please enable it! 1971.06.14 | বাঙলাদেশে যানবাহন ও পরিবহন ব্যবস্থা চালু করতে হলে সাড়ে ৫২ কোটি টাকা খরচ হবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে যানবাহন ও পরিবহন ব্যবস্থা চালু করতে হলে সাড়ে ৫২ কোটি টাকা খরচ হবে

রাওয়ালপিণ্ডি, ১২ জুন (এপি) মুক্তিযোেদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত যানবাহন ও পরিবহন ব্যবস্থা পুনরায় চলাচলের উপযােগী করে তুলতে কমপক্ষে ৭ কোটি ডলার (সাড়ে ৫২ কোটি টাকা) খরচ পড়বে।
বিশ্বব্যাঙ্কের আন্তর্জাতিক আর্থিক তহবিল মিশন পূর্ববঙ্গ থেকে গতকাল এখানে পৌছানাের পর বিশ্ব ব্যাঙ্কের কোন এক মহল থেকে ঐ তথ্য প্রকাশ করা হয়েছে।
উক্ত মিশনের ঘনিষ্ট মহল থেকে আরাে বলা হয়েছে যে পাকিস্তান অর্থনীতির সব থেকে গুরুত্বপূর্ণ পণ্য যা কি-না বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই পাটের উৎপাদন কমপক্ষে ২৫ শতাংশ হ্রাস পাবে।
কাঁচা পাট রপ্তানী এই চলতি বছরের ৯ মাসেই ৩৫ শতাংশের ও বেশি হ্রাস পেয়েছে। মিশন আরাে এক সপ্তাহ এখানে থাকবেন।

সূত্র: কালান্তর, ১৪.৬.১৯৭১