কমিউনিস্ট দুনিয়া বাঙলাদেশের সমর্থনে কাজ শুরু করেছে
ভূপেশ গুপ্তর অভিজ্ঞতা বর্ণনা
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লী, ২৭ জুন-সােস্যালিস্ট ইউনিটি পার্টির অষ্টম কংগ্রেসে ভ্রাতৃপ্রতিম কমিউনিস্ট পার্টিগুলির যে প্রতিনিধিরা যােগ দিয়েছিলেন তারা সকলেই বাঙলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।
ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম ভ্রাতৃপ্রতিম প্রতিনিধি ভূপেশ গুপ্ত কালান্তরের প্রতিনিধিকে এক বিশেষ সাক্ষাতকারে বলেন ঐ পার্টিগুলির মধ্যে আছে কিউবা, আমেরিকা, জাপান, পশ্চিম জার্মানী, বৃটেন কানাডা, অস্ট্রেলিয়া, ইতালী, ফ্রান্স এবং অন্যান্যরা। তিনি বলেন, কয়েকটি পার্টি ইতিপূর্বেই ব্যাপক প্রচার ও অর্থ সংগ্রহ শুরু করেছে এবং অন্যান্যরা অবিলম্বে ঐ কাজ শুরু করবে বলে জানিয়েছেন।
জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ৮ম পার্টি কংগ্রেসে যোেগদানকারী অধিকাংশ প্রতিনিধিই বাঙলাদেশের ঘটনাবলীতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, সেখানকার সগ্রামে সম্ভবপর সমস্ত রকম সাহায্য নিতেও তাঁরা প্রস্তুত। গত ১২ থেকে ১৯ জুন পর্যন্ত বার্লিনে অনুষ্ঠিত কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম প্রতিনিধি হিসাবে যােগ দিয়েছিলেন শ্রী ভূপেশগুপ্ত ও শ্রী মােহিত সেন। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে তার এই অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করছিলেন শ্রী গুপ্ত। শ্রীগুপ্ত বলেন, কংগ্রেসে সমবেত প্রতিনিধিরা বাঙলাদেশ সম্পর্কে তাঁর বক্তব্য ভালভাবেই গ্রহণ করেছেন।
বার্লিনে অবস্থান কালে শ্রীগুপ্ত এবং শ্রীসেন বিষয়টি নিয়ে কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, পশ্চিম জার্মানী, বৃটেন, কানাডা এবং ইতালী সহ বিভিন্ন ভ্রাতৃপ্রতিম পার্টিগুলির সংগে আলােচনা করেন।
আলােচনার সময় ভারতের কমিউনিস্ট নেতৃদ্বয় ভ্রাতৃপ্রতিম পার্টিগুলিকে অনুরােধ করেন যে তাঁরা যেন নিজ নিজ দেশে বাঙলাদেশের ঘটনাবলী নিয়ে ব্যাপক প্রচারকার্য চালান এবং সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রামরত মুক্তি যােদ্ধাদের সাহায্যে অর্থ সংগ্রহ করেন। সমস্ত পার্টির নেতারাই এ ব্যাপারে ঐক্যমত প্রকাশ করে জানান যে, বাঙলাদেশে পাকিস্তানী সেনাবাহিনীর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সেখানকার জনগণের সগ্রামের কাহিনী তারা ইতিমধ্যেই জানানাের ব্যবস্থা করেছেন।
শ্রীগুপ্ত বলেন, ইতালী ও ফ্রান্সের পার্টি দৈনিকগুলি ইতিমধ্যেই “বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামের খবর প্রকাশ করেছে এবং করছে।
বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে তথ্য ভারতের কমিউনিস্ট পার্টি সরবরাহ করেছে তারই ভিত্তিতে জাপান, পঃ জার্মানী এবং অন্যান্য কয়েকটি দেশের কমিউনিস্ট পার্টি তাদের পার্টি পত্রিকাগুলিতে শীঘ্রই এ সম্পর্কে ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করবে বলে জানান। অস্ট্রেলিয়া ও কানাডা পার্টির নেতৃত্ব ও অনুরূপ আশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা শ্রী গুপ্তকে দিয়েছেন।
শ্রীগুপ্ত জানান, কংগ্রেসে ভারতীয় প্রতিনিধির বক্তৃতা জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বেতার খুব ভালভাবেই প্রচার করেছে। সেখানকার সমস্ত পত্রিকাতেও বাঙলাদেশ সম্পর্কে শ্রী গুপ্তের বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে ছাপ হয়েছে।
প্রসঙ্গত শ্রী গুপ্ত জানান, গত ১৩ জুন বৃটেনের কমিউনিস্ট পার্টি ট্রাফেলার স্কোয়ারে বাঙলাদেশের সমর্থনে এক বিশাল জনসভার আয়ােজন করেছিলেন। তিনি বলেন, নতুন করে প্রচার কার্য চালাননার জন্য ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বৃটিশ পার্টির কমরেডদের আরও তথ্য সরবরাহ করেছেন। শ্রীগুপ্ত বলেন, বৃটিশ কমরেডরাও তাদের আশ্বাস দিয়েছেন যে, এখন থেকে তাঁরা বাঙলাদেশের সমর্থনে আরও জোতদার প্রচার কার্য শুরু করবেন এবং বৃটিশ সরকার পাকিস্তান সরকারকে যাতে কোনও সাহায্য পাঠাতে পারে সেজন্য জনমত সংগঠিত করবেন।
সূত্র: কালান্তর, ২৭.৬.১৯৭১