You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের জনপ্রতিনিধিদের বৈঠক ইয়াহিয়ার প্রস্তাব বাতিল
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৮ জুলাই-বাঙলা- দেশের প্রাদেশিক আইনসভা ও জাতীয় পরিষদে নির্বাচিত সদস্যরা সম্প্রতি এক বৈঠকে মিলিত হয়ে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খার তথাকথিত “সাংবিধানিক শাসন” চালু করার প্রস্তাবকে অগ্রাহ্য করেছেন।
ওপর বাঙলা থেকে আজ এখানে এই মর্মে সংবাদ পাওয়া গেল এই বৈঠকে ১২৫-১৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
বাঙলাদেশের নির্বাচিত জন প্রতিনিধিরা ইয়াহিয়ার ভণ্ডামীপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করে এক প্রস্তাবে বলেছেন যে, সারা বাঙলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে দেশের মুক্তির জন্য সংগ্রাম করবেন।

সূত্র: কালান্তর, ৯.৭.১৯৭১