ইয়াহিয়া বাহিনীর হিংস্র আক্রমণে
সমগ্র এশিয়ার স্থায়িত্ব বিপন্ন
সাংবাদিক সম্মেলনে সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক
(স্টাফ রিপোের্টার)
কলকাতা ২০ জুন-“ভারত-পাক উপমহাদেশের সর্বাপেক্ষা হিংস্র ও বহুমুখী আক্রমণাত্মক যুদ্ধ আজ পাকিস্তানের ফ্যাসিবাদী সাম্প্রদায়িক সামরিক চক্র বাঙলাদেশে সংঘটিত করছে। এর ফলে সমগ্র এশিয়ার শান্তি, স্বাধীনতা ও স্থায়িত্ব গুরুতর ভাবে বিপন্ন হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। কাজেই বাঙলাদেশের সমস্যাকে আর পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা রূপে গণ্য করা যায় না। এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং সমস্যার সমাধান কেবল সেই স্তরেই সম্ভব।”
গতকাল বাঙলাদেশ শান্তি সংসদের সাধারণ সম্পাদক জনাব আলী আকসাদ এক সাংবাদিক বৈঠকে উপরােক্ত বক্তব্য রাখেন। জনাব আকসাদ ছিলেন বাঙলাদেশ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ’-এর বার্তা সম্পাদক, (২৯ মার্চ ১৯৭১ তারিখে ঐ পত্রিকার কার্যালয় পাক হানাদাররা ধ্বংস করে) পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং বিশ্বশাস্তি সংসদের সদস্য। খুব সম্প্রতি তিনি ভারতে এসেছেন।
সূত্র: কালান্তর, ২১.৬.১৯৭১