You dont have javascript enabled! Please enable it!

পাক-জঙ্গী শাসকের বিরুদ্ধে বাঙলাদেশের যুদ্ধ গণ-যুদ্ধের রূপ নিয়েছে
-শ্রী কামরুজ্জামান

মুজিবনগর, ২৩ জুন-পাকজঙ্গী চক্রের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ ব্যাপক গণ-স্বীকৃতির মধ্য দিয়ে গণ-যুদ্ধের রূপ নিয়েছে। সপ্তাহ কালব্যাপী বাংলাদেশের সফর শেষে এখানে প্রত্যাবর্তন করে গণপ্রজাতন্ত্রী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী কামরুজ্জামান ঐ মর্মে এক মন্তব্য করেছেন।
ইউ এন আই জানাচ্ছেঃ শ্রী কামরুজ্জামান পাক দালালদের বিরুদ্ধেও অবিরাম সংগ্রাম চালাতেও জনসাধারণের কাছে আবেদন রেখেছেন।
শ্রী কামরুজ্জামান জানিয়েছেন যে, বাঙলাদেশের জনগণের মনােবল অটুট রয়েছে এবং তাঁরা যুদ্ধে জয়ের পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরাে বলেন যে, বিশ্ব জনমত এখন বাংলার নির্যাতিত জনগণের পক্ষে এবং প্রেসিডেন্ট ইয়াহিয়ার ধাপ্পা বিশ্ব বিবেকের কাছে ধরা পড়ে গেছে। বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের ব্যর্থতাকেও তিনি সমালােচনা করেন। পাকিস্তানকে আরাে অস্ত্র সাহায্য মানেই পাক জঙ্গী শাসকদের বাংলাদেশের বুকে অমানবিক ও বর্বরতাকে বাড়িয়ে তােলা। অপর আর এক সংবাদে প্রকাশ যে, গেরিলাবাহিনী রংপুর সেক্টরে বহু পাক-দালালকে খতম করেছেন।

সূত্র: কালান্তর, ২৪.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!