You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ সংক্রান্ত বিশ্ব সম্মেলন ৪-১৬ আগস্ট

নয়াদিল্লী, ৪ জুলাই (ইউ এন আই) – পূর্ববাঙলা পরিস্থিতির ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করে বাঙলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের দিন এগিয়ে আনা হয়েছে। এ সম্মেলন পূর্বনির্ধারিত সেপ্টেম্বরের বদলে ১৪১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ শ্রীজয় প্রকাশ নারায়ণের সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্মেলনে বিশ্বের ১২০ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানাে হবে। বাঙলাদেশের অস্থায়ী সরকারের ২৫ জনের একটি প্রতিনিধিদল যােগ দেবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাঁরা বাঙলাদেশের সংগ্রামকে সঠিক ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত করতে চান এবং এই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আন্দোলনের সমর্থনে জনমত গড়ে তুলতে চান।

সূত্র: কালান্তর, ৫.৭.১৯৭১