You dont have javascript enabled! Please enable it!

তাজুদ্দিনের সম্পত্তি নীলাম

করাচী, ২৫ জুলাই (এ, পি) – বাঙলাদেশ প্রধানমন্ত্রী শ্রী তাজউদ্দিন আমেদ-এর সমস্ত অস্থাবর সম্পত্তি পাককর্তৃপক্ষ আজ প্রকাশ্যে নিলাম ডেকেছে। তাঁর সহকর্মী সর্বশ্রী আবদুল মান্নান ও আবদুল রহমানের অস্থাবর সম্পত্তির নিলাম করা হয়েছে। তাজুদ্দিন আহম্মদের বাড়ি ও প্রচুর কৃষি-জমি আগামী ২৮ জুলাই নিলাম ডাকা হবে।
প্রকাশ, ঐ তিনজন নেতাকে দু’মাস পূর্বে ঢাকাস্থ সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি তা মানেন নি বলেই তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলাম করা হচ্ছে বলে পাক-সামরিক কর্তৃপক্ষ অজুহাত দিয়েছে।

সূত্র: কালান্তর, ২৬.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!