বাঙলাদেশ স্বাধীন হবে তবে কিছু সময় লাগবে
সংগ্রাম এখনও প্রাথমিক স্তরে ব্রিত করার জন্য হামলা, আচমকা আক্রমণ। যােগাযােগ ব্যবস্থা বিপর্যস্ত করা। শত্রুর সহযােগীদের নিশ্চিহ্ন করা ইত্যাদি। এখনই জয় বা মুক্তাঙ্গনের কথা বলা হবে অবাস্তব। কিন্তু চূড়ান্ত লক্ষ্য নিয়ে কোন বিতর্ক নেই। যারা শিক্ষার্থী শিবিরে নাম লিখিয়েছে যে উন্মাদনা নিয়ে তাঁরা লড়াই করতে শিখছে, সংগ্রামকে জয়যুক্ত করার জন্য তারা যে দৃঢ়পণ ব্যক্ত করছে। সমস্ত রকম দুঃখ বরণের জন্য তাদের আত্মত্যাগ করার জন্য তারা যে দৃঢ়তা প্রকাশ করছে তা দেখে এ ধারণা আমাদের হয়েছে। তারা যে গ্রামাঞ্চলে লড়বে তা তাদের আপন স্থান, যে লােকের জন্য তারা লড়বে তাও তাদের একেবারে আপনার জন্য আর অন্যদিকে পাকফৌজ সম্পূর্ণ বিদেশী এবং তারা বাঙলাদেশের জনতার ও নিজেদের মধ্যে এক দুর্লজ্জ ব্যবধান রচনা করে যা আর কোনদিনই ঘুচবে না বাঙলাদেশ মুক্ত এবং স্বাধীন তবে কিছু সময় লাগবে।
সূত্র: কালান্তর, ১৫.৬.১৯৭১