সংবিধান জনগণের আকাঙ্খার পরিপূরক হওয়া উচিৎ
-বাঙলাদেশ রাষ্ট্রপতি
ঢাকা, ১৬ জানুয়ারি (ইউ এন-আই) -বাঙলাদেশ রাষ্ট্রপতি আবু সৈয়দ চৌধুরী বলেন, দেশের সংবিধান এমন হওয়া দরকার যা জনগণের উচ্চাকাঙ্খা পূরণে সমর্থ হয় এবং সরকারের গ্রহণযােগ্য হয়।
ইসলামিয়া কলেজের প্রাক্তন ছাত্রদের জাতীয় মুক্তি দিবসের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি আবু সৈয়দ চৌধুরী এক ভাষণ দেন। তিনি বলেন, সমস্ত সাংগঠনিক বিষয়ে জাতীয় জীবনে পরিবর্তন আনতে হবে। তিনি এই আশ্বাস দিয়েছেন, সমস্ত কিছুই পুনর্গঠন করা হবে জনগণের উচ্চাকাঙ্খর প্রতি লক্ষ্য রেখেই।
তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, জাতীয় পুনর্গঠনের জন্য সকলের পূর্ণ সহযােগিতা প্রয়ােজন। আমরা তৈরি করব একটি মহৎ দেশ। তিনি বলেন এটাই ছিল মুক্তি যুদ্ধের প্রকৃত সময়।
সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১