You dont have javascript enabled! Please enable it! 1971.07.13 | বাঙলাবাসীদের প্রতি গণ-প্রজাতন্ত্রী সরকারের জরুরী নির্দেশনামা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাবাসীদের প্রতি গণ-প্রজাতন্ত্রী সরকারের জরুরী নির্দেশনামা

মুজিবনগর, ১২ জুলাই (ইউ আই আই) – পাক সরকার বা কোন ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ডিফেন্স সেভিংস সার্টিফিকেট, প্রাইজ বন্ডস্ এবং সমস্ত ধরনের শেয়ার ও সার্টিফিকেট যেন বাঙলাদেশের জনসাধারণ না কেনেন। আজ গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকার এই মর্মে এক নির্দেশনামা জারি করেছেন।
অথমন্ত্রী ঐ নির্দেশনামায় আরাে বলেছেন যে, যতদিন পর্যন্ত দেশ শত্রুমুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত মুক্ত এলাকার জনসাধারণ যেন পােস্টাল লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম না দেন। দেশ শত্রুমুক্ত হওয়ার পর বিনা ক্ষতিপূরণে বকেয়া প্রিমিয়াম পরিশােধ করে যাবে এবং বার্মা পলিসি ও যথারীতি চালু থাকবে।
জনসাধারণ পােস্টাল সেভিংস ব্যাংকও যেন কোনকিছু জমা না রাখেন, যতদিন জরুরী অবস্থা চলবে এবং মুক্তিযুদ্ধের অবসান না ঘটবে।

সূত্র: কালান্তর, ১৩.৭.১৯৭১