You dont have javascript enabled! Please enable it! 1971.07.18 | চীন-মার্কিন আঁতাতে ভারসাম্য বদলালে বাঙলাদেশের ক্ষতি- হােসেন আলির মন্তব্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

চীন-মার্কিন আঁতাতে ভারসাম্য বদলালে বাঙলাদেশের ক্ষতি
হােসেন আলির মন্তব্য
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৭ জুলাই- “নিক্সনের সঙ্গে চীনা নেতৃবৃন্দের বৈঠকের ফলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত না হলে অবস্থা এক রকম দাঁড়াবে; আর ভারসাম্য পরিবর্তিত হলে বাঙলাদেশের সম্পর্কে আলােচনা কালে কলকাতাস্থিত বাঙলাদেশ মিশনের প্রধান শ্রী এম হােসেন আলী জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তর এই কথা বলেন।
তিনি আরও বলেন, ইয়াহিয়া খা ঐ বৈঠকের ব্যাপারে খুশী হতে পারেন, তবে বাঙলাদেশের বিষয়ে বলার তিনি কেউ নন। রাষ্ট্রসংঘের সেক্রেটারী জেনারেল মিঃ উথান্ট বাঙলাদেশের কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে গতকাল যে আলােচনা করেন, সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে শ্রীআলী জানান যে, তারা বাঙলাদেশের প্রতিনিধি নন- তারা নিজ প্রতিনিধি মাত্র। উথান্ট-এর উচিত হবে “প্রকৃত বাঙলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা।
পাক জঙ্গী শাসক কর্তৃক বাঙলাদেশে হিন্দু বিতাড়ন সম্পর্কে জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শ্রীআলী জানান যে, শুধু হিন্দু নয় জঙ্গী শাসকদের লক্ষ্য বিশেষভাবে অমুসলমানদের উপর অত্যাচার করা। কারণ তাদের লক্ষ্য হল পুরােপুরি ইসলামিক রাষ্ট্র গঠন ও লােকসংখ্যা কমানাে এবং সেই উদ্দেশ্য বেশ কয়েক লক্ষ লােককে নিধন করা এবং আরও কয়েক লক্ষ মানুষকে বাঙলাদেশ থেকে বিতাড়ন করা।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন কলকাতার মেয়র শ্রী শ্যামসুন্দর গুপ্ত। এ আই এস এন এ’র সম্পাদক শ্রী বিশ্বম্বর নেওয়ার সভায় বাঙলাদেশের ঘটনাবলী সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র: কালান্তর, ১৮.৭.১৯৭১