বাঙলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে প্রচার অভিযান
(নিজস্ব সংবাদদাতা)
দেগঙ্গা, ১১ জুলাই-দমদম যুব সংঘের একটি প্রচার স্কোয়াড বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে প্রচারের জন্য দেগঙ্গায় যায়। বেলাঘাটা অঞ্চল থেকে দেগঙ্গা অঞ্চলের যুবকর্মীদের সাথে মিছিল সহকারে প্রথম দেগঙ্গা হাটে যায়। সেখানে মিছিলটি ফ্লাগ-ফেস্টুনসহ হাট পরিক্রমা করে এবং বিভিন্ন পথসভায় বক্তারা বাঙলাদেশ মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। প্রতিটি পথসভায় প্রায় ৩/৪ শত লােক বক্তব্য শােনে। পথসভাগুলিতে বক্তৃতা করেন সর্বশ্রী নরেশ চক্রবর্তী, হরেন্দ্র শর্মা, শিখা সাহা প্রভৃতি বক্তাগণ। বাঙলাদেশ থেকে সদ্যাগত ছাত্রী শ্রীমতী শিখা সাহা পথ সভাগুলিতে মুক্তিযুদ্ধের সম্পর্কে গণ-সঙ্গীতে গান। সন্ধ্যার পর বােসনা গ্রামে একটি হয়। এই সভায় স্থানীয় কমিউনিস্ট নেতা তুলসী ঘােষ বাঙলাদেশের মুক্তি আন্দোলনের উপর বক্তব্য রাখেন।
সূত্র: কালান্তর, ১৪.৭.১৯৭১