You dont have javascript enabled! Please enable it! 1971.07.25 | বাঙলাদেশে চালের ফলন প্রায় দশ লক্ষ টন কমবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে চালের ফলন প্রায় দশ লক্ষ টন কমবে

ওয়াশিংটন, ২৪ জুলাই (এ-পি) – সরেজমিন তদন্তের পর মার্কিন ‘এইড’ সংস্থার পক্ষ থেকে গতকাল যে রিপাের্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে চলতি বছরে বাংলাদেশে পূর্বে অনুমিত পরিমাণের চেয়ে চালের উৎপাদন আরও ১৯ শতাংশ অর্থাৎ প্রায় দশ লক্ষ টন কম হতে পারে। অনুমান করা যাচ্ছে যে এবারের ফলন ৯৬ লক্ষ ৪০ হাজার টনের বেশী হবে না। কাজেই আগামী বছরের অবস্থা আরও শােচনীয় হবে।
এটা ১৯৭০ সালের উৎপাদনের চেয়ে ১৮ শতাংশ কম;
২৫ মার্চে বিদ্রোহ আরম্ভ হবার পর থেকে গােটা দেশটা প্রায় বিশৃঙ্খলাপূর্ণ হয়ে পড়েছে-একথা জানিয়ে ‘এইড’এর কর্মী এওন হেসার বলেছেন, মােটামুটি স্বাভাবিক আবহাওয়া এবং ক্রমে আইন-শৃঙ্খলা ও জনগণের প্রত্যেয় ফিরে আসবে এই ধারণার ভিত্তিতেই এই অনুমান করা হচ্ছে। বিপরীতে যদি আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে কোন অনুকূল পরিবর্তন না-ঘটে তাহলে ফলনের পরিমাণ আরও কমবে।
সমস্যার মােকাবেলার জন্য তিনি যেসব সুপারিশ অবশ্য গ্রহণীয় বলে জানিয়েছেন সেগুলি হলঃ আইন ও শৃঙ্খলা এবং জনগণের অবস্থা যথাসম্ভব দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা এবং পরিবহন ও যােগাযােগ ব্যবস্থার পুনর্গঠন।

সূত্র: কালান্তর, ২৫.৭.১৯৭১