You dont have javascript enabled! Please enable it! 1971.07.21 | পাকিস্তানী জঙ্গী চক্রের সাহায্যে বাঙলাদেশে চীনা সৈন্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাকিস্তানী জঙ্গী চক্রের সাহায্যে বাঙলাদেশে চীনা সৈন্য

মুজিবনগর ২০ জুলাই (ইউ এন আই)-প্রায় ২৫০ চীনা সৈন্য বাঙলাদেশে এসেছে। এদের উদ্দেশ্য, মুক্তিযােদ্ধাদের ভয়ে বিপর্যস্ত পাকিস্তানী হানাদার প্রশাসনকে মদত দেওয়া। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত এই সংবাদ অনুযায়ী, গত ৫ জুলাই চীনা সৈন্যদের দলটি একটি জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং সেদিনই চাঁদপুর অভিমুখে যাত্রা করে।
চীনা সৈন্যদের দলটিতে কিছু ইঞ্জিনিয়ারও রয়েছে। ধারণা করা হচ্ছে, মুক্তিসৈন্যদের হাতে বিপর্যস্ত যােগাযােগ ব্যবস্থা সারানাের কাজে এদের নিয়ােগ করা হবে। অন্যদের কাজ হবে, ইয়াহিয়ার দালালদেরও গেরিলাযুদ্ধ শেখানাে। এর উদ্দেশ্য হলাে, মুক্তিযােদ্ধাদের গেরিলা আক্রমণকে প্রতিহত করা।
স্মরণ রাখা দরকার যে, বাঙলাদেশে মুক্তিযুদ্ধে শুরু হওয়ার পর চীন প্রকাশ্যেই বর্বর ইয়াহিয়াকে সমর্থন করে এবং মুক্তিযুদ্ধ দমনে সাহায্য দানের অঙ্গীকার ঘােষণা করে। সেই অঙ্গীকার রক্ষার প্রথম ধাপ হিসেবেই সৈন্য এসেছে বলে তথ্যাভিজ্ঞ রাজনীতিক মহলের ধারণা। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র সাহায্য দিচ্ছে। উদ্দেশ্যঃ মুক্তিযুদ্ধ ধ্বংস করা। উল্লেখযােগ্য যে, মার্কিন রাষ্ট্রপতি নিক্সনকে চীনে বেড়াতে আসার জন্য চীনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই আমন্ত্রণ জানিয়েছেন। এর দৌতকার্য চলে পাকিস্তানের মারফৎ।
সংবাদে আরও বলা হয় যে, ঐ জাহাজে করেই প্রচুর পশ্চিম পাকিস্তানী পুলিস, প্রশাসনিক অফিসারও যন্ত্রপাতি পূর্ব বাঙলায় এসেছে।

সূত্র: কালান্তর, ২১.৭.১৯৭১