ইয়াহিয়ার পাগলামি বন্ধ করতে হবে
-বাঙলাদেশ পররাষ্ট্রমন্ত্রী
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২০ জুলাই-বাঙলাদেশ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জনাব খােন্দকার মােস্তাক আহমেদ মুজিব নগর থেকে প্রদত্ত এক বিবৃতিতে বিশ্ববাসীর কাছে এবং জাতিসংঘের সাধারণ সম্পাদক শ্রীউ-থান্টের কাছে আবেদন করে শেখ মুজিবর রহমানের জীবন বাঁচানাের জন্য হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি বলেছেন, যদি ইয়াহিয়া খানের এই বিশ্বাসঘাতকতাপূর্ণ এবং জঘন্য কার্যকলাপ থামানাের জন্য সচেষ্ট না হলে মানবজাতি প্যাট্রিস লুমম্বা হত্যাকাণ্ডের চাইতেও জঘন্য কার্যের সাক্ষ্য হতে বাধ্য হবেন। বিনাশর্তে শেখ মুজিবর রহমানের মুক্তির ব্যবস্থার জন্য বিশ্ববাসী এবং জাতিসংঘের কাছে জনাব আহমেদ দাবি করেছেন।
জনাব আহমেদ বলেছেন, স্বাধীন বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রধান শেখ মুজিবর রহমানের বিচার করবার কোন অধিকার ইয়াহিয়া খানের নেই।
সূত্র: কালান্তর, ২১.৭.১৯৭১