ভুট্টোর অভিযােগের জবাবে জনাব শাহাবুদ্দিন
নয়াদিল্লী, ৭ সেপ্টেম্বর (ইউ-এন আই) পূর্ব পাকিস্তানের আইন পরিষদের সদস্যদের ভারত সরকার জামিন হিসাবে রেখেছে বলে পশ্চিম পাকিস্তানী নেতা শ্রী জেড এ ভুট্টো যে অভিযােগ করেছে আজ দিল্লীস্থ বাঙলাদেশ প্রতিনিধি শ্রী কে এম শাহাবুদ্দিন সেই অভিযােগ কে “অদ্ভুত” বলে বর্ণনা করেছেন। শ্রী শাহবুদ্দিন বলেন, “শ্রী ভুট্টোর পক্ষে এই অভিযােগ করা খুবই অদ্ভুত যেহেতু তিনি জেনারেল ইয়াহিয়া খাঁর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থেকে এবং সাহায্য করে বাঙলাদেশে সুপরিকল্পিতভাবে গণ-হত্যা, লুঠ ও অগ্নিসংযোেগ করার ব্যবস্থা করে দিয়েছেন, এবং এখন বলছেন ভারত বাঙলা দেশের প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্যদের জামিন হিসাবে আটকে রেখেছে।
সূত্র: কালান্তর, ৮.৯.১৯৭১