বিদ্রোহী কবির জন্য
বাঙলাদেশের অর্থ-সাহায্য
কলকাতা, ৪ সেপ্টেম্বর (ইউ এন আই) বাঙলাদেশ মিশনের প্রধান শ্রীহােসেন আলি আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাসভবনে কবির ছেলেদের হাতে ২১০০ টাকার একটি চেক দিয়েছেন।
বাঙলাদেশ সরকার পীড়িত কবির জন্য মাসিক ৩৫০ ঢাকা অনুদান মঞ্জুর করেছেন, গত ছ’মাসের অনুদান বাবদ ঐ টাকা দেওয়া হয়েছে। গত মার্চ মাসে ইয়াহিয়া ফৌজের বাঙলাদেশে আক্রমণের সময় থেকে পাক সরকার কবিকে ইতিপূর্বে যে আর্থিক সাহায্য দেওয়া হতাে তা বন্ধ করে দিয়েছে।
শ্ৰী আলি এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, কবির কাব্য জনসাধারণকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে মাথা তুলে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করেছিল। আজ তাঁর সৃষ্টির বাণী বিশেষ তাৎপর্য বহন করছে বাঙলাদেশের জনসাধারণের কাছে।
সূত্র: কালান্তর, ৫.৯.১৯৭১