You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা
(স্টাফ রিপাের্টার)

মুজিবনগর, ১০ সেপ্টেম্বর- বাঙলাদেশের বিভিন্ন জেলায় বন্যার ফলে জনজীবনে এক চূড়ান্ত বিপর্যয় নেমে এসেছে বলে প্রকাশ। খাদ্য, পানীয়, আশ্রয়ের অভাব সর্বত্র। এখনাে বন্যা পরিস্থিতি অপরিবিৰ্তত মুজিবনগর থেকে প্রকাশিত বাঙলার কথা’ পত্রে এ সম্পর্কে বলা হয়েছে যে, জলের চাপ বৃদ্ধি না হওয়ায় বর্তমানে অবস্থার আর মারাত্মক অবনতি ঘটে নি। তবে জল প্লাবিত এলাকাগুলিতে এখনাে ভয়াল বন্যার তাণ্ডবলীলা অব্যাহত আছে।
এবারকার বন্যায় ইতােমধ্যেই ফরিদপুর, পাবনা, শ্রীহট্ট, যশােহর কুষ্টিয়া, রাজশাহী, কুমিল্লা, ঢাকা প্রভৃতি জেলার ১৬ হাজার গ্রামের ২ লক্ষ ঘর-বাড়ি এবং হাজার হাজার বিঘা জমির ফসল ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ সংবাদে জানা গেল, ৮টি জেলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

সূত্র: কালান্তর, ১১.৯.১৯৭১