৫ নভেম্বর ১৯৭১ঃ ভুট্টোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীন সফর
জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনীতিক প্রতিনিধিদল চীন সফরে যান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হচ্ছেন পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এ রহীম খান, পররাষ্ট্র দফতরের সেক্রেটারি সুলতান মোহাম্মদ খান, পাকিস্তান সেনাবাহিনীর সাধারণ স্টাফ প্রধান লে. জেনারেল গুল হাসান, পাকিস্তান নৌবাহিনীর সাধারণ স্টাফ প্রধান রিয়ার এডমিরাল এ রশীদ, পররাষ্ট্র দফতরের দু’জন ডিরেক্টর জেনারেল তবারক হোসেন( বাঙালি এবং পররাষ্ট্র সচিব (১৯৭৭-৭৯) ও আফতাব আহমদ এবং পররাষ্ট্র দফতরের ডিরেক্টর আহমদ কামাল। ভুট্টো প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে দলের নেতৃত্ব দিয়েছে।