যশােরে আওয়ামী লীগ নেতার মৃত্যু
মুজিব নগর, ২১ অক্টোবর- (ইউ এন আই) গতকাল রাত্রে মুক্তিবাহিনীর সামরিক হাসপাতালে আওয়ামী লীগের বিশিষ্ট নেতা শ্রী আতার আলি মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
শ্ৰী আলী আওয়ামী লীগের যশাের জেলা কমিটির সহসভাপতি এবং মাগুরা মহকুমা কমিটির সভাপতি। পাকিস্তান প্রাদেশিক পরিষদে তিনি সদস্য ছিলেন এবং বহুবার পাক-সামরিক চক্রের দ্বারা কারারুদ্ধ হন।
সূত্র: কালান্তর, ২২.১১.১৯৭১