You dont have javascript enabled! Please enable it!

বিদেশী সাংবাদিকের চোখে

চুয়াডাঙ্গা, ৭ এপ্রিল অ্যাসােসিয়েটেড প্রেসের সাংবাদিক মর্ট রােসেন ব্লাম বলেছেন, ভারতের সীমান্ত থেকে মাত্র ১৬ কিলােমিটার দূরে অবস্থিত চুয়াডাঙ্গা শহরটি এখন বাঙলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের এক তৃতীয়াংশের রাজধানী। মেজর এম এ ওসমান হলেন বাঙলাদেশ বাহিনীর নেতা।
বাঙলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মেজর জিয়াউর রহমান ঘাঁটি গেড়েছেন চট্টগ্রামের কাছে। ছােট ছােট শহরের মধ্যে হয়ত অনেক জায়গায় টেলিফোন যােগাযােগ আছে তবে দেশের অধিকাংশই চতুর্দিকে সংযােগ বিচ্ছিন্ন।
সীমান্তের কাছে একজন স্থানীয় কর্মচারী মাদুরের উপর বসে ভারত থেকে যারাই কোন সাহায্য পাঠাচ্ছে তাদের একটা করে রসিদ কেটে দিচ্ছে। কেউ হয়ত একটু তেল এনেছে, কেউ নুন।
অধিকাংশ জায়গায় পশ্চিম পাকিস্তানী সৈন্যরা তাদের ঘাঁটির মধ্যে রয়েছে, মাঝে মাঝে বেরিয়ে এসে আক্রমণ চালাচ্ছে। বাঙলাদেশের যােদ্ধারা গােপনে ওত পেতে আছে পাকিস্তানীদের ঘায়েল করার জন্য।
মেয়েরা ও শিশুরা সুদূর গ্রামাঞ্চলে সরে যাচ্ছে।
বাঙলাদেশের মানুষ প্রায় সকলেই সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সুদূর গ্রামাঞ্চলে এক বৃদ্ধ কৃষক গাড়ি চালিয়ে যাচ্ছে, তাতে বাঙলাদেশের পতাকা উড়ছে। হয়ত এই প্রথম এই বৃদ্ধ কৃষকটি রাজনীতিতে নেমেছে।

সূত্র: কালান্তর, ৮.৪.১৯৭১