গুরুদাস তালুকদার মুক্ত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৫ এপ্রিল-বাঙলাদেশের দিনাজপুর জেলার প্রবীণ কমিউনিস্ট নেতা শ্রীগুরুদাস তালুকদার ২৭ মার্চ মুক্তিবাহিনীর দ্বারা কারাগার থেকে মুক্ত হয়ে জেলার সংগ্রাম পরিষদের নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত হয়েছেন। ৭২ বছরের বৃদ্ধ শ্ৰী তালুকদার আজ জেলার কন্ট্রোল রুম থেকে সংগ্রাম পরিষদের জন্য নেতাদের সঙ্গে যৌথভাবে মুক্তির অভিযান পরিচালনা করেছেন।
জেলখানায় আটক সকল রাজনৈতিক বন্দীকে গুলি করে মারার সিদ্ধান্ত ছিল মিলিটারির। ২৭ মার্চ সেই সিদ্ধান্ত কার্যকর করার মাত্র এক ঘন্টা আগে মুক্তি-সৈনিকেরা সেকথা টের পেয়ে তৎক্ষণাৎ জেলের তালা খুলে রাজনৈতিক বন্দীদের মুক্ত করে আনেন।
সূত্র: কালান্তর, ৬.৪.১৯৭১