বাঙলাদেশে কাল-বৈশাখী এল ব’লে
শিলং, ২৫ এপ্রিল (ইউ-এন)- বৈশাখী ঝড়ের তাণ্ডব অর্থাৎ কাল-বৈশাখী বাংলাদেশে এসে গেল বলে। এপ্রিলের ২৬-২৭ তারিখে বা বাংলা মাসের বারাে তেরাে নাগাদ তার আগমন প্রায় নিশ্চিত।
নত বিশ্বাসে বলা হয়, এপ্রিলের দুর্দৰ্ম ঝড় আষাঢ়ের বর্ষায় থেমে যায়। বছরের গােড়ায় নিশ্চিত অতিথি এই ভয়াবহ বৈশাখী তাণ্ডবকে এখানকার প্রবাদে বলা হয়, “বরেন্য তাবতিয়”।
এই ঝড়ের সঙ্গে অপরিচিত পাক-বাহিনী ঝড় এলে আর বিক্রমটি দেখাতে পারবে না। ফলে হবে, রণক্ষেত্র বর্ষার আবাহন গীতে শান্ত হবে।
সূত্র: কালান্তর, ২৬.৪.১৯৭১