You dont have javascript enabled! Please enable it!

আরও একটি মিথ্যা প্রচার

পশ্চিম পাক সামরিক কর্তৃপক্ষ ঢাকা শহর স্বাভাবিক হয়ে এসেছে বলে যে, মিথ্যা দাবি করছেন তার আর একটি নমুনা পাওয়া গেছে।
পাক রেডিও প্রচারিত সংবাদে প্রকাশ যে সামরিক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের কর্মীদের বুধবার ২৪ এপ্রিল কাজে যােগ দেওয়ার হুকুম দিয়েছেন।
গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পাক-ফৌজের বর্বরতার অন্যতম কেন্দ্র। অনেক বিভাগীয় প্রধানকে হত্যা করা হয়েছে এবং ছাত্রাবাসের মধ্যে ছাত্রদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ঐ আদেশের সঙ্গে শহরে কাফুর সময় দেড়ঘন্টা কমানাে হলাে বলে ঘােষণা করা হয়েছে।

সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১