You dont have javascript enabled! Please enable it!

অস্ত্রোপচাররত ডাক্তার খুন

গৌহাটি থেকে ইউ এন আই জানাচ্ছে, কর্ণেল জিয়াউর রহমান এবং ডা. সামসুদ্দিন আহমেদ শ্রীহট্ট মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ও বিভাগীয় প্রধানকে মঙ্গলবার পাকফৌজ গুলি করে মেরেছে।
ডা. আমেদকে যখন খুন করা হয় তখন তিনি একজন রােগীর দেহে অস্ত্রোপচার করছিলেন। পাকিস্তানী সৈন্যরা ছাত্র নেতাদের খুঁজে বেড়াচ্ছে এবং এরকম যাকেই পাচ্ছে তাকে হত্যা করছে।

সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১