You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | কৃষকরা ধান বুনেছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

কৃষকরা ধান বুনেছে

বাঙলাদেশের বহু সংখ্যক পাট-চাষী এবার ধান বুনেছে। ফলে পাকিস্তান কর্তৃপক্ষ আতঙ্কিত বােধ করছেন। পাটচাষীরা ক্রমশঃ খাদ্য ঘাটতি পূরনের চেষ্টা করছে এবং পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তাও বন্ধ করছে বলে পাকিস্তানী সিভিল সার্ভিসের জনৈক অফিসার এখানে বলেছেন।
ঢাকা রেডিও ষ্টেশন থেকে প্রত্যহ পাট চাষীদের ঋণ দেওয়ার কথা ঘােষণা করছে। কিন্তু খুব কম চাষীই ঋণ নিতে গেছেন।
রংপুর অঞ্চলে মুক্তি ফৌজ বিরােধী কিছু স্থানীয় লােকজনকে আধা সামরিক বাহিনীতে নেওয়া হচ্ছে এবং তাদের ওপর সীমান্ত পাহারার দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেল।
ঢাকা শহরে ১১ জন নাগরিককে “সমাজ বিরােধী কাজের জন্য সৈন্যরা গুলি করে মেরেছে বলে পশ্চিম পাকিস্তান রেডিও থেকে ঘােষণা করা হয়েছে। এতে মনে হয় পশ্চিম পাকিস্তান পরােক্ষভাবে ঢাকা শহরেও মুক্তিবাহিনীর কর্মতৎপরতার কথা স্বীকার করল।

সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১