You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | আত্মসমর্পণের শর্তাবলী - সংগ্রামের নোটবুক

আত্মসমর্পণের শর্তাবলী 

বাংলাদেশে দখলদার পাকিস্তানীবাহিনী আত্মসমর্পণের শর্তাবলী নিম্নরূপ: (১৬ই ডিসেম্বর ঢাকায় লে. জে. জগজিৎ সিং অরােরা এবং লে. জে. এ কে নিয়াজির মধ্যে আলােচনায় স্থির হলো) :

“ভারতীয় ও  বাংলাদেশ মিলিত বাহিনীর কমান্ডার লে. জে, জগজিৎ সিং অরােরা সমীপে পূর্ব রণাঙ্গনের বাংলাদেশে অবস্থানকারী সমস্ত পাকিস্তানী সশস্ত্র বাহিনী আত্মসমর্পণ করবে বলে পাকিস্তানী সৈন্যবাহিনীর ইস্টার্ন কম্যান্ড মেনে নিচ্ছেন।

“এই আত্মসমর্পণের মধ্যে পদাতিক, নৌ ও বিমানসহ আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীসহ সমস্ত পাকিস্তানীকে ধরা হচ্ছে।

“ঐ বাহিনীসমূহ অস্ত্র ত্যাগ করবে এবং বর্তমানে যে যেমন অবস্থানে রয়েছে, তার কাছাকাছি লে. জে. আবােরার অধীনস্থ বাহিনীর কাছে ধরা দেবে।

“চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই পাকিস্তানী ইস্টার্ন কমান্ড লে. জে. আরােরার অধীনস্থ হবে। 

“আদেশ অমান্য করলে তা আত্মসমর্পণ শর্ত লঙ্ঘন বলে ধরা হবে এবং যুদ্ধের রীতিনীতি অনুযায়ী আইন অমান্যকারীর সঙ্গে ব্যবহার করা হবে। আত্মসমর্পণের শর্তের অর্থ ব্যাখ্যায় এবং বিশ্লেষণে কোননা সন্দেহ দেখা দিলে লে. জে. আরােরার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে। 

 বিদেশী নাগরিক সংখ্যালঘু এবং পশ্চিম পাকিস্তানজাত সরকারী কর্মচারীদের রক্ষার দায়িত্ব লে. জে. আরােরার বাহিনী।

সবশেষে লে. জে. আরােরা দৃঢ় আশ্বাস দেন যে, আত্মসমর্পণকারী পাকিস্তানী সৈন্যদের প্রতি জেনেভা কনভেনশনের সূত্র অনুযায়ী সম্মানজনক আচরণ করা হবে। আত্মসমর্পণকারী পাকিস্তানী সামরিক ও আধা সামরিক বাহিনীর নিরাপত্তার সুরক্ষার যথেষ্ট ব্যবস্থা থাকবে বলেও ভারতীয় অধিনায়ক আশ্বাস দিয়েছেন।

পশ্চিমবঙ্গ : ১৭ ডিসেম্বর ১৯৭১

Reference:

গণমাধ্যমে-বাংলাদেশের-মুক্তিযুদ্ধ – মুনতাসীর মামুন