You dont have javascript enabled! Please enable it!

ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশন ভবনে সামরিক পাহারা

কলকাতা, ২৯ এপ্রিল ঢাকার সেগুন বাগিচায় অবিস্থত ভারতীয় ডেপুটি হাই কমিশন-এর ভবনে সামরিক পাহারা বসানাে হয়েছে।
খবরটি দিয়েছেন জনৈক প্রখ্যাত চিত্রাভিনেতা। ইনি ২১ এপ্রিল ঢাকা শহর ত্যাগ করেন।
ডেপুটি কমিশনের কার্যকলাপ কার্যত এখন অচল হয়ে পড়েছে। খুব অল্প লােকই এখানে যাতায়াত করতে পারছেন।

সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১