বাংলাদেশে কলেরা মহামারী ও ডাক্তার নেই-ওষুধ লুঠ
মুজিবনগর, ৩ জুন (ইউ এন আই) – বাঙলাদেশের বিভিন্ন জেলায় শত শত লােক কলেরায় মারা যাচ্ছে। পাক সৈন্য বাহিনীর নৃশংস আক্রমণ ও ওষুধের দোকানগুলিতে ব্যাপক লুঠতরাজের ফলে রােগীদের দেখার জন্য কোন চিকিৎসক নেই এবং ওষুধপত্রও পাওয়া যাচ্ছে না। তাছাড়া পাক সৈন্যদল রােগীদের শুশ্রুষা কাজে কর্মরত বহু ব্যক্তিকে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে গ্রেপ্তার করছে। ফলে চিকিৎসা ও শুশ্রুষার ক্ষেত্রে এক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বাঙলাদেশের রেডক্রস সােসাইটির চেয়ারম্যান ডা. এ হক আজ এখানে উপরােক্ত তথ্য জানান।
ডা. হক আরও বলেন যে এই পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বহু লােকজন নিজেদের পরিবারের রােগাক্রান্ত ব্যক্তিদের ফেলে রেখেই ভারত সীমান্তের দিকে চলে যাচ্ছে।
ডা. হক আরও জানান যে ভারত সীমান্তে শরণার্থী শিবির গুলিতেও কলেরা মহামারী আকারে দেখা দিচ্ছে। এবং এই মহামারী প্রতিরােধের জন্য ডা. হক অবিলম্বে মেডিক্যাল রিলিফের পরিচালনার আহ্বান জানান।
সূত্র: কালান্তর, ৪.৬.১৯৭১