You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে দালালরা মরছে

ঢাকা, ১৩ নভেম্বর-ঢাকা থেকে ১৬ কিলােমিটার দূরবর্তী আদমজী বাজারে আজ ইয়াহিয়া চক্রের সমর্থক একটি দক্ষিণপন্থী দলের নেতা বাঙালী মুক্তিসেনাদের হাতে নিহত হয়েছে।
সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে এ পি কর্তৃক প্রচারিত এই সংবাদে আরাে জানানাে হয়েছে যে, নিহত ব্যক্তিটি পাকিস্তানী ফৌজকে সাহায্য করছিল বলে স্থানীয় লােকেরা বলেছে।
গতকাল ঢাকা শহরের উপকণ্ঠে ইয়াহিয়া চক্রের খাড়া করা তথা কথিত শান্তি কমিটির একজন সদস্য চাদ মিঞা সরকারও বন্দুকের গুলিতে নিহত হয়েছে। চট্টগ্রামেও ইয়াহিয়ার চক্রের দোসর দক্ষিণপন্থী দলের দুজন খতম হয়েছে।

সূত্র: কালান্তর, ১৪.১১.১৯৭১